পটুয়াখালীতে ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ চার বাচ্চার মা!

প্রকাশের তারিখ: অক্টোবর ৩১, ২০২১ | ৪:০৬ অপরাহ্ণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন মোসা. ফেরদৌসী (৩০)। এ বিষয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

জানা গেছে, গত ২৯ অক্টোবর ২০২১ ইং তারিখে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃধা বাড়ি (স্বামীর বাড়ি) থেকে ডাক্তার দেখানোর জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেশ্যে রওনা দেন মোসা. ফেরদৌসী। এরপর থেকে তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তার পরিবারের লোকজন নিকটতম আত্তীয় সহ আসেপাশের বিভিন্ন উপজেলায় খোঁজাখুজি করিয়াও কোন সন্ধান পায় নাই। নিখোঁজ ফেরদৌসী’র চারটি ছোট বাচ্চা সন্তান রয়েছে। এর ভিতরে একজন দুধের শিশু।

এ ঘটনায় বাউফল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন নিখোঁজ ফেরদৌসী’র স্বামী জাকির মৃধা (৩৭)।

স্থানীয় একটি সূত্র জানায়, মোসা.ফেরদৌসীর বড় বোনের সামান্য মানসিক সমস্যা ছিলো। হতে পারে ফেরদৌসীর ও তেমন কোন সমস্যা দেখা দিয়েছে। এ কারণে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে তিনি হয়তো অন্যত্র কোথাও চলে গিয়েছে।

নিখোঁজ ফেরদৌসী’র স্বামী জাকির মৃধা বলেন, শুক্রবার আমার বৌ সামান্য অসুস্থ হয়ে পরেন। তাই ডাক্তার দেহানের লইজ্ঞা বাউফল হাসপাতালে যায়। কিন্তু হাসপাতাল দিয়া সে আর বাড়িতে ফেরে নাই। আমরা মেলা খোঁজাখুজি করছি পাই না। কি জন্য এইরম হইলো বুঝতাছি না। আমার এউক্কা ছোট্ট দুধের বাচ্চা আছে। মা ছাড়া বাচ্চাটার মুখের দিকে চাইতে পারি না। আমনেরা আমাগো একটু সহযোগিতা করেন। তাকে এঁকা কেন যেতে দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে এর আগেও একাধিকবার হাসপাতালে যাইয়া ডাক্তার দেহাইয়া আইছে কহনো সমেস্যা হয় নাই। তাই বুঝতে পারি নাই এমন ভাবে হারিয়ে যাবে।

বাউফল থানা সূত্রে জানা যায়, নিখোঁজ গৃহবধুর খোঁজ চলতেছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host