পিরোজপুরে বাবার সঙ্গে অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা

প্রকাশের তারিখ: নভেম্বর ৪, ২০২১ | ১:২৫ অপরাহ্ণ
ঝুলছিল ববিতার লাশ

বরিশাল বাণী: পিরোজপুরের কাউখালীতে মো. মেহেদী হাসান (১৭) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (০৩ নভেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। মেহেদী উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, রাতে পরিবারের সদস্যরা মেহেদীকে খাবার খেতের ডাকেন। কিন্তু কোনো সাড়া-শব্দ না পেয়ে তার কক্ষে গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় তাকে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় একটি সূত্র জানায়, করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় তার বাবা নিজ বাড়ির সামনে একটি কনফেকশনারী দোকান দিয়ে মেহেদীকে বসিয়ে দেন। ঘটনার দিন সন্ধ্যায় সে দোকানে বসে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলো।
এ সময় তার বাবা দোকানের বেচা-কেনার টাকা দিয়ে কি করে জানতে চাইলে সে রাগ করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। ধারনা করা হচ্ছে পিতার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে সে।
ওসি বনি আমিন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host