পুত্রের কথার আঘাতে পিতার মৃত্যূ !

প্রকাশের তারিখ: নভেম্বর ৪, ২০২১ | ৭:১৩ অপরাহ্ণ

মুহাম্মাদ আবু মুসা:
ঘর নির্মাণকে (টিনের ঘর তোলা) কেন্দ্র করে পিতা পুত্রের বাক-বিতন্ডায় পিতা তারাজুল ইসলামের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা আনুমানিক সোয়া ১১টায় বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলী দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছেন। জানা গেছে, ওই দিন বসতবাড়িতে ঘর নির্মাণকে (টিনের ঘর তোলা) কেন্দ্র করে পিতা তারাজুল ইসলামের (৫৭) সাথে পুত্র টুকু মিয়া (৩৩) ও স্বামী পরিত্যাক্তা বোন অর্থাৎ টুকু’র ফুফু তারাবানু (৫৮) মধ্যে বাক-বিতন্ডার শুরু হয়। এক পর্যায়ে তারাজুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে আশ পাশের লোকজন এসে ওই বাড়িতে ভীড় জমায়। এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান পিতা-পুত্রের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে পিতা তারাজুল ইসলামের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়না তদন্তের রিপোর্ট আসলেই যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার ও রামেশ^রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন মিঠু’র সাথে কথা বললে তিনি জানান, ঘর নির্মাণকে (টিনের ঘর তোলা) কেন্দ্র করে পিতা পুত্রের বাক-বিতন্ডা ও ধাক্কা ধাক্কির এক পর্যায়ে ঘটনাস্থলেই পিতা তারাজুল ইসলামের মৃত্যু হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host