উজিরপুরে ইভটিজারের পক্ষ নিলেন ইউপি সদস্য আনোয়ার

প্রকাশের তারিখ: নভেম্বর ৪, ২০২১ | ৮:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ::বরিশালের উজিরপুরে শিকারপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অষ্টম শ্রেণীর ছাত্রীকে বিদ্যালয় আসা যাওয়ার সময় পেরায় ইভটিজিং করে। স্থানীয় বখাটে সিজান (২০), বাবা মোঃ শহীদ,মোঃ রাব্বি সহ চার পাঁচজন বখাটে। বেলা তিনটায় ঐ ছাত্রী ও তার ছোট দুই বোন বাড়ির সামনে ঘুরতে বের হয়। তখন উল্লেখ্য অভিযুক্তরা তাদের ইভটিজিং করে। ছাত্রী প্রতিবাদ করলে ,ইভটিজেংরা তাদের শ্লীলতাহানি করে। ভুক্তভুগিরা 999 ফোন দিলে,উজিরপুর মডেল থানার, এস আই জুয়েল তাদেরকে উদ্ধার করে, বখাটেরা পালিয়ে যায় । ইভটিজাংরদের বাঁচাতে ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন তরিঘরি করে যোর পুর্বক সালিশি মীমাংসা করতে বাধ্য করে। অভিযুক্তদের মাএ ১০ হাজার টাকা জরিমানা নিয়ে ধামাচাপার দেয়ার চেষ্টা করেন ।বর্তমানে ঐ ছাত্রীর পরিবার সদস্যরা নিরাপত্তা হীনতায় ভুগছেন। উল্লেখ্য বিষয় জানতে চাইলে ইউপি সদস্য আনোয়ার হোসেনের মোবাইল ফোন বার ফোন দিলও তিন ফোন রিছিফ করেনি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ জানান ,ভুক্তভোগী পরিবাররা এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেন নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host