পটুয়াখালীতে ‘বঙ্গবন্ধু স্মরণে, সবুজের শরণে’ প্রকাশনার মোড়ক উন্মোচন

প্রকাশের তারিখ: জুন ১৮, ২০২০ | ৫:৪৪ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী স্মরনে পটুয়াখালী জেলা প্রশাসন উদ্যোগে জেলার প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ লক্ষ গাছের চারা বিতরন ও রোপন কর্মসূচী সফল বাস্তবায়ন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচী পুরো বাস্তবায়ন কার্যক্রম ভবিষ্যত প্রজন্মের জন্য তুলে ধরা এবং অবহিত করার জন্য জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত “বঙ্গবন্ধু স্মরনে, সবুজের স্মরনে” প্রাাশনাটির মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
১৮ জুন বৃহষ্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হেমায়েত উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ, জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি অাব্দুল মান্নান, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জালাক অাহমেদ, ভলান্টিয়ার মোঃ রায়হান প্রমুখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host