পিরোজপুর স্বাস্থ্য বিভাগে সেনাবাহিনীর চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদী প্রদান

প্রকাশের তারিখ: নভেম্বর ৮, ২০২১ | ৪:১১ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : করোনা ভাইরাস সংকট মোকাবেলায় পিরোজপুর জেলায় কোভিট-১৯ প্রতিরোধ কল্পে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদী বিতরন এর কার্যক্রমের অংশ হিসেবে এবং চলমান করোনা ভাইরাস সংকট নিরসনে জন্য পিরোজপুর সিভিল সার্জনের কাছে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ৭ পদাতিক ডিভিশনের ২৬ হর্স রেজিমেন্ট সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ হাসনাত ইউসুফ জাকীর কাছে এ সব সামগ্রী হস্তান্তর করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: কবির হোসেন খান। এ সময় তারা বিপি মেশিন ও স্টেথিসকোপ-৪০টি, নেবুলাইজার মেশিন-২৭টি, পালস অকসিমিটার- ৪০, ডায়াগনস্টিক সেট ১৩টি, ওয়েট মেশিন ২০ টি, টর্চ লাইট-২৮টি।এবং ২৭টি নন কন্টাক্ট থার্মোমিটার বিতরন করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host