পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় পৌর যুবলীগের সাধারন সম্পাদকসহ ২ জনের গুলিবিদ্ধের ঘটনায় এক প্রার্থীসহ ৯ জন আটক

প্রকাশের তারিখ: নভেম্বর ৮, ২০২১ | ৪:১২ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে ইউপি নির্বাচনী প্রচারনার সময় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ সহ দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ওই ইউনিয়নের আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। তাছাড়া এ ঘটনায় একটি মামলা প্রকৃয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এদিকে গুলিবিদ্ধ শুভকে গুরুতর আহত অবস্থায় গত রাতেই খুলনা পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার শারিরিক অবস্থার কোন উন্নতি নেই বলে একাধীক সূত্রে জানাগেছে।

উল্লেখ্য পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রচারণাকালে প্রতিপক্ষের গুলিবর্ষণে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভসহ দুইজন গুলিবিদ্ধ হন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host