বাউফলে জমিজমাসংক্রান্ত বিরোধের প্রতিপক্ষ সন্ত্রাসীর হামলায় ১ জন আহত

প্রকাশের তারিখ: নভেম্বর ১০, ২০২১ | ৭:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাউফল থানার 8 নং মদনপুরা ইউনিয়নের মাছপাড়া গ্রামের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ সন্ত্রাসী হামলায় মো: আরিফুল ইসলাম সুজন (২৭) নামের একজন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে বাউফল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে। আহত আরিফুর রহমান সুজন বাউফল মাছপারা গ্রামের মৃত্যু রেজাউল করিম ওরফে হাবিবুর রহমানের ছেলে। আহত সূত্রে জানা গেছে মৃত্যু হাবিবুর রহমান গং দের সাথে পার্শ্ববর্তী খলিলুর রহমান গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। একই দাগে দুই পক্ষের সম্পত্তি হওয়ায় এই বিরোধ সৃষ্টি হয়। আহত পরিবার জানায় ৬২৬ দাগের ১ একর ১৫ শতাংশ জমির ভিতর মৃত্যু হাবিবুর রহমান গংদের (৩৮) ও হাবিবুর রহমান তার বাবার কাছ থেকে (৩৩) শতাংশ ক্রয় করে। এবং ওই একই দাগে প্রতিপক্ষ খলিলুর রহমানের (৩৮) সতাংস। উভয়পক্ষ ভিন্ন ভিন্ন জায়গায় ভোগদখল করছে। মৃত হাবিবুর রহমানের ছেলে আরিফুর রহমান সুজন তার জমিতে বিল্ডিং নির্মাণ করায় প্রতিপক্ষ খলিল গংদের প্রতিহিংসার শিকার হয়। প্রতিপক্ষ খলিলুর রহমান ওই জমিতে বিল্ডিং উচ্ছেদ অথবা তাদের জায়গা বাবদ ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। অথচ এর আগে উভয় পক্ষ ঐ সম্পত্তিতে যে জার মতন ভোগ দখল করে আসছিল। হঠাৎ করে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। গত সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে আরিফুর রহমান সুজন তার জমিতে মাটি কটতে ছিল।এসময় প্রতিপক্ষ খলিলুর রহমান রাঢ়ী, তার ছেলে রিপন ওরফে মঞ্জু রাঢ়ী, অপর ছেলে সাদ্দাম রাঢ়ী, মৃত হোসেন আলীর ছেলে সোহরাব রাঢ়ী, জলিল রাঢ়ী, ও জয়নব বিবি সহ অজ্ঞাত ৮/১০ জন ধারালো অস্ত্র নিয়ে আরিফুর রহমানের উপর হামলা চালায়। এসময় আরিফুর রহমান সুজন কে রামদা ও বগি দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত ডাক চিৎকারে ছুটে এসে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সূত্র আরো জানায় প্রতিপক্ষ খলিলুর রহমানের ছেলে রিপন ওরফে মঞ্জু রাঢ়ী ২ টা হত্যা মামলার আসামি ও দীর্ঘদিন যাবৎ এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত। অপর জন সোহরাব জারি বিগত দিনে এসিড নিক্ষেপ করা মামলার আসামি ছিল। এরা এলাকাতে একের পর এক অপকর্ম করে আসছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ জনগণকে মারধর চাঁদাবাজিসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। তাদের ভয় আতঙ্কিত থাকে এলাকার সাধারন জনগন। ঘটনার পরে আহতর বসত ঘর থেকে ২ ভরি স্বর্ণ অলংকার নগত ১ লক্ষ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় এই সন্ত্রাসীরা। আহত আরিফুর রহমান সুজন বর্তমানে শেবাচিমের পুরুষ সার্জারি ৩ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host