খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে ভোলায় গণ- অনশন পালিত

প্রকাশের তারিখ: নভেম্বর ২০, ২০২১ | ৭:০৬ অপরাহ্ণ

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।

বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার দাবিতে গন- অনশন কর্মসূচি পালন করেছে ভোলা জেলা বিএনপি। ভোলা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানের সভাপতিত্বে শনিবার সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে বসে গণ-অনশন কর্মসূচি শুরু হয়। ভোলা জেলা বিএনপির গণ -অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন,ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, , সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব হেলাল উদ্দিন,  জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ,ইয়ারুল আলম লিটন, ,জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফকরুল ইসলাম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের  সাধারণ সম্পাদক খন্দকার আল আলিন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদ, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন তালুকদার, ছাত্রদলের সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, ভোলা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল প্রমূখ। এ সময় ভোলা জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোলা জেলা বিএনপি’র গণ -অনশন কর্মসূচি পালন বিকাল ৪টায় শেষ হয়। গণঅনশন কর্মসূচিতে বক্তারা বলেন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দ্রুত ব্যবস্থা না করলে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।
ভোলা জেলা বিএনপি’র গণঅনশন কর্মসূচি পালনকালে যহূর বাদ বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া মোনাজাত করেন দলের নেতাকর্মীরা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host