বরিশালের আলম শিকদার এর জীবন জয়ের জাদু

প্রকাশের তারিখ: নভেম্বর ২৩, ২০২১ | ৯:২০ পূর্বাহ্ণ

বরিশালের আলম শিকদার, আমাদের আলম ভাই জানালেন তার জীবন জয়ের জাদু। সালটা ১৯৮১, বরিশাল বাকেরগঞ্জের চরাদি গ্রামের আলম শিকদার তখন পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী। কৃষক বাবা ইসমাইল হোসেনের আয়ে তাদর পরিবার চলে না বললেই চলে। বাধ্য হয়েই আলম শিকদারকে তখন পড়াশোনা ছেড়ে দিতে হয়। বরিশালে লঞ্চের খালাসির কাজ দিয়ে তার কর্মজীবন শুরু হলেও এ কাজ তিনি বেশি দিন করতে পারেননি। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কত পাগল আর কুকুরের পাশে ঘুমিয়েছেন, না খেয়ে থেকেছেন। আবার ফিরে আসেন বরিশালে। এক সময় আইসক্রিম বিক্রিও করেন তিনি। পরে বরিশালের সংবাদপত্র এজেন্ট এম রহমান নিউজ এজেন্সির মালিক মকলেছুর রহমান আলম তাঁকে কাজ দেন পত্রিকা বিক্রির। শুরু হয় তার হকারজীবন। প্রতিদিন আয় হতো ১০ থেকে ১২ টাকা। দুপুরে খেতেন একটি পাউরুটি ও একটি কলা। এ টাকা থেকেই কিছু সঞ্চয় করেন। ১৯৮৪ সালে হকারি ছেড়ে শুরু করেন পুরোনো ম্যাগাজিন বিক্রি। ১৯৮৫ সালে দুটি সাপ্তাহিক কাগজের এজেন্সি নেন এই আলম শিকদার। একে একে সব জাতীয় দৈনিক পত্রিকার এজেন্সি নিয়ে নেন, নিয়ে নেন আলম বুক স্টল নামে বর্তমানে লঞ্চঘাটের দোকানটি। হয়ে যান সংবাদপত্রের এজেন্সির মালিক। যেখানে বসে তিনি প্রতিদিন নিজ হাতে এখনো বিতরণ করছেন পত্রিকা। আলম শিকদারের বাবা মারা গেছেন। তার দুই বোনের বিয়েও পর্যন্ত তিনি দিয়েছেন। বরিশালে দুটি বাড়িও আছে তার। ঢাকায় কিনেছেন ফ্ল্যাট। গাড়িও কিনেছেন। স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে ভালোই আছেন আলম শিকদার মানে আমাদের আলম ভাই। তবে আলম শিকদার ভুলে যাননি তার অতীতকে। তিনি মনে করেন, জীবনে সৎ থাকলে, মন স্থির করে ব্যবসা করলে সবাই সফল হবেন নিঃসন্দেহে।

লেখক : সুব্রত বিশ্বাস,

সম্পাদক ও প্রকাশক : বরিশাল মুক্তখবর

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host