ভোলায় ৬ বারের সেরা করদাতা হলেন রাশেদুজ্জামান পিটার

প্রকাশের তারিখ: নভেম্বর ২৪, ২০২১ | ৯:১৯ অপরাহ্ণ

লালমোহনঃ
ভোলা জেলার টানা ৬বার সেরা করদাতার নির্বাচিত হয়েছেন, লালমোহনের কৃতি সন্তান বিশিষ্ট ঠিকাদার মোঃ রাশেদুজ্জামান পিটার। দেশের একজন প্রথম শ্রেণির ঠিকাদার মোঃ রাশেদুজ্জামান পিটার বুধবার (২৪ নভেম্বর) ভোলা জেলার সেরা করদাতা সম্মাননা পেয়েছেন। ভোলা জেলা আয়কর অফিসার মোঃ আঃ মজিদ ও লালমোহন উপ-কর কমিশনারের আয়কর অফিসার মোঃ আঃ মোতালেব ২০২০-২০২১ অর্থ বছরের সেরা করদাতার সম্মাননা ক্রেস্ট মোঃ রাশেদুজ্জামান পিটার এর পক্ষে তাঁর প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম গ্রহণ করেন। এ নিয়ে তিনি ৮ বার ভোলা জেলার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পরপর ৬ বছর ধরে তিনি ধারাবাহিকভাবে এ সম্মাননার রেকর্ড গড়েছেন।
মোঃ রাশেদুজ্জামান পিটার একজন প্রকৌশলী ও দেশের প্রথম শ্রেণির ঠিকাদার। তার প্রতিষ্ঠানের নাম মেসার্স মো. রাশেদুজ্জামান পিটার। ঠিকাদারি ব্যবসার পাশাপাশি তিনি এলাকায় গরিব-দুঃখী ও অসহায় মানুষের সাহায্য সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। তাঁর বাবা মোঃ রুস্তুুম আলী ও মাতা মোসাম্মৎ জাহানারা বেগম ছিলেন স্কুল শিক্ষক।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host