বরিশাল পলিটেকনিক ছাত্রকে তুলে নিয়ে হাতুড়িপেটার অভিযোগ

প্রকাশের তারিখ: নভেম্বর ২৫, ২০২১ | ৭:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক।।
ঝালকাঠির রাজাপুরে সিফাতুল ইসলাম তামিম (১৮) নামের এক কলেজছাত্রকে তুলে নিয়ে হাতুড়িপেটা করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার সত্যনগর এলাকার একটি স্কুলের কক্ষে দুইঘণ্টা আটকে রেখে তাকে নির্যাতন করে স্থানীয় অপু মৃধা (৩০) ও তাঁর সহযোগিরা।

নির্যাতনকারী অপু মৃধা উপজেলার সদর ইউনিয়নের সত্যনগর এলাকার পুলিশের এএসআই মো. ইদ্রিস মৃধার ছেলে। আহত তামিম বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথমবর্ষের ছাত্র ও উপজেলা সদরের বাঘরী এলাকার মো. খলিলুর রহমানের ছেলে।

আহত তামিম জানায়, গত মঙ্গলবার উপজেলার বাইপাস মোড় এলাকায় দুই দল এসএসসি পরীক্ষার্থী মধ্যে সংঘর্ষের প্রস্তুতি নেয়। বিষয়টি বুঝতে পেরে তামিম দুইপক্ষকে সরিয়ে দেয়। এদের মধ্যে এক পক্ষ নির্যাতনকারী অপু মৃধার সহযোগীরা ছিল।

এতে ক্ষিপ্ত হয় তারা। গতকাল রাতে অপু তাঁর সহযোগীদের নিয়ে দুইটি মোরটসাইকেলে এসে থানার পশ্চিম পাশের খেলার মাঠ থেকে তামিমকে তুলে নিয়ে সত্যনগর এলাকায় একটি বিদ্যালয়ের কক্ষে আটকে টানা দুইঘন্টা হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে রাতেই বিদ্যালয়ের আহতাবস্থায় স্বজনরা তামিমকে উদ্ধার করে।

অপু মৃধা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক নির্যাতনের অভিযোগে মামলা রয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, আহত যুবকের বাবা রাতে থানায় এসেছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি মামলা নেওয়ার মতো হয়, তাহলে মামলা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host