আরও ৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ: নভেম্বর ২৬, ২০২১ | ৫:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৫৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে দুইজন রোগী ভর্তি হন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন।

বর্তমানে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৪৬ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৩৬ জন ও বেসরকারি হাসপাতালে ১১০ জন রোগী ভর্তি আছেন।

শুক্রবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৮ ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকায় সরকারি হাসপাতালে ২৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৩২ জন ভর্তি হন। এছাড়া এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বমোট ২৬ হাজার ৯১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ২৬ হাজার ৩৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host