গলাচিপায় নির্বাচনোত্তর আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: নভেম্বর ৩০, ২০২১ | ৮:২৭ অপরাহ্ণ

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় গত ১১ নভেম্বর ৮ টি ইউপি ও ২৮ নভেম্বর পৌরসভা নির্বাচন সহ সার্বিক বিষয় এবং চলিত মৌসুমে আমন ধান কাটা বিষয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার । প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহীন শাহ। বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.নজরুল ইসলাম, আইন শৃংখলা কমিটির সদস্য সচিব অফিসার ইনর্চাজ গলাচিপা থানা, এম আর সওকত আনোয়ার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ার্না মাজিয়া নিতু। সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান আইন শৃংখলা কমিটির সদস্যগণ ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস. সালমা ওয়াহিদ প্রমূখ । আইন শৃংখলা শেষে আসন্ন মহান বিজয় দিবস/২০২১ ও ১৪ ডিসেম্ভর-২১ শহীদ বুদ্ধিজীবি উৎযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী, গণমাধ্যম কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host