পটুয়াখালীতে ইউএনওডিসি কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ডে ভিবিএসএস কোর্সের ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরন

প্রকাশের তারিখ: ডিসেম্বর ২, ২০২১ | ২:১৯ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ ইউএনওডিসি কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ডে ভিবিএসএস কোর্সের ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরন করা হয়েছে।
২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় ইউএনওডিসি এর তত্ত্বাবধানে পটুয়াখালীতে প্রথম বারের মত বাংলাদেশ কোস্ট গার্ডের ট্রেনিং ঘাঁটি বিসিজি বেইজ অগ্রযাত্রার “মেরি টাইম সেফটি এন্ড মেরি টাইম সিকিউরিটি ” স্কুলে অনুষ্ঠিত হলো ভিবিএসএস ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে রাশিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফরিকার ৩ জন প্রশিক্ষক দায়িত্ব পালন কৃেরন। বাংলাদেশ কোস্ট গার্ড এর ৪ কর্মকর্তা ও ১২ জন নাবিকদের সমন্ময় কোর্স সমাপনীর ব্যবহারিক প্রশিক্ষণ পরির্শন ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন করেন বাংলাদেশ কোস্ট গার্ডয়ের মহাপরিচালক এডমিরাল আশরাফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কমোডর এনামুল হক সিপিএসসি,বিএনসহ কোস্ট গার্ড কর্মকর্তাবৃন্দ। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে কোস্ট গার্ড সদস্যগন উপকূলীয় অঞ্চলে অপরাধ মূলক কর্মকান্ড প্রতিহত করা এবং মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host