উজিরপুরে অসহায় পরিবারের জমি দখলের মিশনে প্রভাবশালীরা অতঃপর হামলা

প্রকাশের তারিখ: ডিসেম্বর ৪, ২০২১ | ১০:৩৪ পূর্বাহ্ণ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে অসহায় পরিবারের ভোগদখলীয় জমি দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী ভুমিদস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের মূত- আবুল হাসেম বেপারীর মূত্যুর পরে তার ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৬) ওই মৌজার এস.এ খতিয়ান নং-৪৪৭/৪৪৮ দাগ নং-৩৮৬ দাগের মধ্যে ৪১ শতাংশ জমি ওয়ারিশ মুলে পূর্ব পুরুষগনের মৃত্যুরপর ওয়ারিশ সুত্রে আমার তফসিল বর্নিত সম্ভোপতির মালিক গদখল কারি নিযুক্ত হই । উক্ত জমি দখলের মিশনে নেমেছে এই এলাকার মূত- হোসেন ফকিরের ছেলে সেন্ট ফকির (৩৫) গংরা। এমনকী ওই জমি থেকে অসহায় পরিবারেকে ভয়ভীতি ও হুমকী অব্যহত ছিল। এরই ধারাবাহিকতায় ৩ ডিসেম্বর শুক্রবার সকাল অনুমান ১০ টায় প্রভাবশালী সেন্ট ফকির,আক্তার হোসেন, হাসেন আলী বেপারী,সুলতান ফকির, কাইয়ুম হোসেন গংরা একদল ভারাটিয়া সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে জোরপূর্বক উক্ত জমিতে সীমানা পিলার স্থাপন পায়তারা চালায়। এর আমি বাধা দিলে দলবদ্ধ ভাবে আসিয়া আমার উপর চড়ায় হয় এবং সকলে এলোপাথারী ভাবে কিল,ঘুষী, চর থাপ্পর দেয়। আমাকে উদ্ধার করতে আসা ছবি বেগমকে কিল ,ঘুসি এবং তাহার পরনের কাপর চোপর টানা গেচরা করিয়া শ্লীলতা হানি ঘটায়। তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। যাহার মুল্য, ৪০.০০০ হাজার টাকা। অসহায় পরিবারকে হত্যা,গুম, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার জড়ানোর হুমকি দেয়। হুমকীর মুখে ভুক্তভোগী পরিবারের সকল সদস্যরা ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয় মোশারফ হোসেন হাওলাদার জানান দীর্ঘ ৬০ বছর ধরে রফিকুল ইসলাম গংরা ওই জমি ভোগদখল করে আসছে। অভিযুক্ত সেন্ট ফকিরে
মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host