অসময়ের বৃষ্টি, আমনের ধানের ব‌্যাপক ক্ষতি !

প্রকাশের তারিখ: ডিসেম্বর ৯, ২০২১ | ১২:৩১ পূর্বাহ্ণ

খলিফা মাইনুল : হঠাৎ ঘূর্ণিঝড় ‘জোয়াদ’ লঘুচাপে পরিণত হয়ে অগ্রাহয়ণে যে বৃষ্টির কারনে  বরিশালের  কৃষকের মাথায় হাত পড়েছে। দক্ষিণের উপজেলা গুলোতে জমির আমন ধান এখনও কাটা হয়নি। অসময়ের বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় শুয়ে পড়েছে প্রায় দশ হাজার একর জমির ধান গাছ বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। আর  এ উপজেলাগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে রবি শস্যের ক্ষেতেও। ক্ষতি পোষাতে সরকারি সহায়তা চায় বরিশালের কৃষকরা।

ঝালকাঠি জেলার এক কৃষি কর্মকর্তা জানান, জমিতে কেটে রাখা ধান, শসা ও সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। ১২ ডিসেম্বর পর্যন্ত লঘুচাপের প্রভাব থাকতে পারে। এরপর ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। প্রাথমিক তথ্য সংগ্রহ চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host