ইরানি সাংবাদিকের ওপর নিষেধাজ্ঞা দিল ব্রিটেন

প্রকাশের তারিখ: ডিসেম্বর ১০, ২০২১ | ৪:৩১ অপরাহ্ণ
ইরানি সাংবাদিকের ওপর নিষেধাজ্ঞা দিল ব্রিটেন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের রিপোর্টার এবং টেলিভিশন প্রোডিউসার আলী রেজভানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। রাজনৈতিক বন্দীদের বিষয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

বুধবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের অধিবেশন চলার সময় লেবার পার্টির এমপি ক্রিস ব্রায়ান্ট নিষিদ্ধ ইরানি নাগরিকদের নামের তালিকা পড়ে শোনান। যার মধ্যে ইরানের সম্প্রচার সংস্থা বা আইআরআইবি’র রিপোর্টার ও প্রোডিউসার আলী রেজভানির নাম রয়েছে। খবর-পার্সটুডের।ইরানের এই সাংবাদিক রাজনৈতিক বন্দী, ভিন্নমতাবলম্বী ও পণবন্দীদের জিজ্ঞাসাবাদ এবং তাদের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে তা প্রচার করে থাকেন বলে ব্রিটিশ সরকার অভিযোগ তুলেছে।

রেজভানির বিরুদ্ধে ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা প্রসঙ্গে আইআরিআইবি’র প্রধান পেইমান জেবেলি বলেন, এই রিপোর্টার প্রকৃতপক্ষে গণমাধ্যমের একজন সাহসী যোদ্ধা। তার বিরুদ্ধে ব্রিটিশ সরকারের নেয়া পদক্ষেপ তাদের রাজনৈতিক নির্বুদ্ধিতার ইঙ্গিত বহন করে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host