বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় এনায়েত হোসেন কে গ্রামীণ মানব কল্যাণ সংস্থার শুভেচ্ছা

প্রকাশের তারিখ: ডিসেম্বর ১১, ২০২১ | ১১:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল বানী।

নভেম্বর ২০২১ মাসে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন ‌‌। মাদকদ্রব্য উদ্ধার,ওয়ারেন্ট তামিল,আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখার কারণে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি । শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সমাজ সেবা মূলক সংস্থা গ্রামীণ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা মোঃ এনায়েত হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গ্রামীণ মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল‌ মাল। এসময় সংস্থার অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গ্রামীণ মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বলেন দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে পুলিশ। তারই ধারাবাহিকতায় ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন । তার এ অর্জনকে সম্মান জানানোর জন্যই তাকে শুভেচ্ছা জ্ঞাপন করলাম ‌।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host