চরফ্যাশনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশের তারিখ: ডিসেম্বর ১৬, ২০২১ | ১১:৩০ অপরাহ্ণ

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্বিপনার মধ্য দিয়ে দিয়ে গৌরব ও ঐতিহ্যের বিজয়ের ৫০ বছর পুর্তি উদযাপন করেছে চরফ্যাশন উপজেলার সামাজিক রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে পৌর শহরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পাঞ্জলী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুলিশের তোপধ্বনি,কুচকাওয়াজ,বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনাসহ বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ মহান বিজয় দিবসকে ঘিরে। এ দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও জ্যাকব টাওয়ার এবং ফ্যাশন স্কয়ার,অফিস আদালতসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আয়োজীত কর্মসূচীতে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান,উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নুরুল ইসলাম,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র,পানি উন্নয়ন বোর্ড ভোলা-২ এর প্রকৌশলী হাসান মাহমুদ ও উপ-প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host