বিজয় দিবসে এসটিএসে ৫ দিনে ফ্রি চিকিৎসা পেলো ৭ ঠোঁট কাটাসহ পাঁচশতাধিক মানুষ

প্রকাশের তারিখ: ডিসেম্বর ১৯, ২০২১ | ৩:৩৫ অপরাহ্ণ

এম লোকমান হোসেন,নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে এসটিএস হাসপাতাল চরফ্যাশনের উদ্যোগে ৫ দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়ে চলে ১৮ ডিসেম্বর শনিবার বিকেল পর্যন্ত। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রথম তিনদিন শিশু, মেডিসিন, এলার্জি ওগ্যাস্ট্রোএন্ট্টোলজি রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসকদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অংশ গ্রহন করেন, গাইনি বিশেষজ্ঞ ডা. সানজিদা আক্তার, মেডিসিন ও শিশু চিকিৎসক ডা. মোঃ আল- আমিন, গ্যাস্ট্রোএন্ট্টোলজি হাফেজ ডা. হাছনাইন ও মেডিসিন ও এর্লাজি চিকিৎসক ডা. মুহায়মিন ইসলাম খান। শেষ ২ দিন অধ্যাপক ডা. সৈয়দ শামসুদ্দিন আহমেদ (সাবেক) অধ্যাপক ও বিভাগীয় প্রধান বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তিন ৭ জন জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীসহ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন।

এদিক চরফ্যাশনএসটিএস হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত মহান বিজয় দিবস উপলক্ষে ৫ দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৭ জন জন্মগত ঠোঁট ওতালু কাটাসহ প্রায় ৫ শতাধিক রোগীকে তারা ফ্রি চিকিৎসা দিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক জানিয়েছেন, বিশেষ বিশেষ দিবসে এসটিএস হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে। ফলে অসহায় চিকিৎসা বঞ্চিত মানুষ ফ্রি চিকিৎসা নিতে পারবেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী সাংবাদিককে জানিয়েছেন, এসটিএস হাসপাতালের কারণে ফ্রি চিকিৎসা নিতে পেরে তারা সন্তুষ্ট। তারা আরও বলেন, ভবিষ্যতে এমন ফ্রি মেডিকেল ক্যাম্প চালু থাকলে আমাদের মত চিকিৎসা বঞ্চিত মানুষ ফ্রি চিকিৎসা নিতে পারবে।

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটার মহান বিজয় দিবস উপলক্ষে চরফ্যাশন এসটিএস হাসপাতালে ৫দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক।

চরফ্যাশনের সচেতন মহল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা এসটিএস হাসপাতালের উদ্যােগকে স্বাগত জানিয়েছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host