“সাগরদী রোডের কান্না” : —–মাসুম বিল্লাহ্

প্রকাশের তারিখ: জুন ২১, ২০২০ | ১১:১৪ অপরাহ্ণ

“সাগরদী রোডের কান্না”

—মাসুম বিল্লাহ্

সাগরদী বাজার রোডের কান্না
দেখার কি কেউ আছে?
চলতে গিয়ে হররোজ জনগণ
নোংরা জলে ভাসে৷

ভাঙাচোরা খানাখন্দ ভরা
পঁচা নোংরা পানি,
গায়ে লেগে হরহামেশা
হয় যে চুলকানি ৷

রাস্তা তো নয় ডোবানালা
ব্যাক্টেরিয়ার বাস,
ইচ্ছে হলেই করা যাবে
থাই মাগুরের চাষ৷

উঁচা ঠালা রাস্তায় যখন
রিকসায় মানুষ চড়ে,
মনে হয় যেন জাহাজে সে
সাইক্লোন নামক ঝড়ে ৷

এ্যাম্বুলেন্সে এইনা রাস্তায়
রুগী যখন সাঁতরায়,
অসুস্থ্য সেই রুগীরা তখন
মরন যন্ত্রণায় কাতরায়৷

চামড়া গেছে বহুত আগেই
হাড্ডি ও যায়যায়,
পরান বুঝি যায় চলে রাস্তার
শেষ বেলা তরপায়৷

যাতায়াতে কষ্ট ভীষণ
বাড়ছে ও দুর্গতি,
এবার একটু দৃষ্টি দিন’না
ওহে সমাজপতি!

17/06/2020

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host