যার বাবা বেঁচে নেই, আকাশে তাকিয়ে অলক্ষ্যে বাবার স্মৃতি হাতড়ায় !

প্রকাশের তারিখ: জুন ২১, ২০২০ | ১১:২৭ অপরাহ্ণ

মোঃ অলিউল্লাহ খান ::

আজ ২১ জুন পালিত হচ্ছে দিবসটি।সারা বিশ্বের সন্তানেরা পালন করবেন এই দিবসটি। পিতার প্রতি সন্তানের সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের জন্য দিনটি বিশেষভাবে উৎসর্গ করা হয়ে থাকে। সন্তানরা তাদের প্রিয় জন্মদাতার জন্য নানা উপহার কিনবে, দিবে। যাদের বাবা বেঁচে নেই, তারা হয়তো আকাশে তাকিয়ে অলক্ষ্যে বাবার স্মৃতি হাতড়াবে। আমার বাবার নাম মৃত মাওলানা মোঃ শাহজাহান খান জন্মস্থান বরিশালের বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়ের সাহেবপুর গ্রামে, তিনি চরামদ্দি ইউনিয়ের বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় এ ধর্মীয় শিক্ষক ছিলেন।২৯ বছর সততা ও নিষ্ঠার সাথে বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। বাবা। ছোট্ট একটা শব্দ। যার গভীরতা অনেক বেশি।পড়ে যাওয়ার সময় যিনি শক্ত করে হাতটা ধরেন তিনি হলেন বাবা। যখন পুরো পৃথিবী এসে বলে তুমি পারবানা,তোমার দ্বারা কিছু হবেনা, তখন যে মানুষটি এসে বলে, মা তুমি পারবে, তোমার জন্য সফলতার দ্বার এখনও খোলা আছে তিনি হলেন বাবা। হাজারও চিন্তা যখন মাথার মধ্যে ঘুরপাক খায়,যখন বেঁচে থাকার মানেটাই অর্থহীন হয়ে যায়, তখন যিনি এসে বলেন, চিন্তা করো না আমি তো আছি,সব ঠিক হয়ে যাবে আমি তো আছি। তিনি হলেন বাবা। যাই বলি না কেনো সেটাই কম হয়ে যাবে। বাবা কতোটা ভালোবাসি তোমায় তা কখনও বলা হয়নি। তবে তুমি ছাড়া আমার অস্তিত্ব আমি কল্পনাই করতে পারি না। আর এ ছায়া সব সন্তানকে রক্ষা করে সকল প্রতিকূল অবস্থা থেকে। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা আর ছায়া হয়ে পাশে থাকুক তাদের সন্তানদের। আমার মতো ১৫ বছর বয়সে আর যেন কেউ বাবাকে না হারায় চোখের সামনে মায়ের স্বামী হারা আর্তনাদের কান্নাটা যেন না দেখতে হয়।পৃথিবীর সব বাবার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।

অলিউল্লাহ খান

স্টাফ রিপোর্টার- বরিশাল বাণী

সহকারী বার্তা সম্পাদক- আপডেট নিউজ

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host