বাংলাদেশে করোনা পরীক্ষার হালচাল দেখে চরম হতাশ ‘চীনা প্রতিনিধি দল’

প্রকাশের তারিখ: জুন ২২, ২০২০ | ১২:০০ পূর্বাহ্ণ

বরিশাল বাণী ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছেন চীনা বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল। করোনা শনাক্তে পরীক্ষা কম হচ্ছে বলেও তারা মনে করেন । তবে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক কম সত্ত্বেও তারা অসাধারণ কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন।

রোববার (২১ জুন) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় চীনের বিশেষজ্ঞরা এ কথা বলেন। বিশেষজ্ঞ দলের পক্ষে কথা বলেন ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং।

তিনি বলেন, করোনাভাইরাসের মতো মারাত্মক সংক্রামক রোগের ব্যাপারেও এ দেশের জনগনের সচেনতন নয়। জনবহুল দেশ হলেও এখানে করোনা পরীক্ষার পরিমাণ খুবই কম। সার্বিকভাবে পরিস্থিতি দেখে বিশেষজ্ঞ দল হতাশ। দেশে রোগীর তুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী খুবই কম। তবে স্বল্পসংখ্যক এ জনবল অসাধারণ কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তারা।
করোনা পরিস্থিতি কতদিন স্থায়ী হবে এই প্রশ্নের উত্তরে ইয়ান হুয়ালং বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণ এখনো চূড়ান্ত পর্যায় বা পিক টাইমে পৌঁছেনি, কবে পৌঁছাবে তা বলাও কঠিন। পরিস্থিতি মোকাবিলায় অবশ্যই পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লকডাউন করতে হবে। এই পরিস্থিতি আরও ২ থেকে ৩ বছর চলবে কি-না সেটা বলার মতো বৈজ্ঞানিক তথ্য বিশেষজ্ঞদের জানা নেই বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, গত দুই সপ্তাহ ধরে তারা ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেছেন। তারা সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। করোনা শনাক্তে পরীক্ষা বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন। তবে করোনা শনাক্তে র‌্যাপিড ডট কিটের মাধ্যমে পরীক্ষা সমর্থন করেন না চীনা বিশেষজ্ঞরা।

এর আগে গত ৮ জুন করোনাভাইরাসের চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতার জন্য ডা. লি ওয়েনশিউর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দলটি ঢাকায় আসে। চীনা প্রতিনিধি দলে চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যাধি প্রতিরোধে কাজ করা বিশেষজ্ঞরা রয়েছেন।

সফর শেষে আগামীকাল (২২ জুন) দেশে ফিরে যাবে বিশেষজ্ঞ দলটি। তবে যাওয়ার আগে দুই সপ্তাহের অভিজ্ঞতা এবং এ সংক্রান্ত পরামর্শ রিপোর্ট আকারে স্বাস্থ্য অধিদপ্তরে দেবেন তারা। এদিকে বিশেষজ্ঞরা চলে গেলেও করোনা মোকাবেলায় বাংলাদেশের জন্য চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে চীনা স্বাস্থ্য বিভাগ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host