বরিশালে নতুন করে করোনায় আক্রান্ত ৫১, সুস্থ-৫, ২জনের মৃত্যু

প্রকাশের তারিখ: জুন ২২, ২০২০ | ১২:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ  ২১ জুন তারিখে বরিশাল জেলায় নতুন করে ৫১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৫১ জন সহ অদ্যাবধি এ জেলায় ১২২২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।  ২১ জুন এ জেলায় করোনা আক্রান্ত ৫ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ২০১ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।  ২১ জুন এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ০২ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। অদ্যাবধি এ জেলায় ১৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মেহেন্দীগঞ্জ উপজেলার ০১ জন, গৌরনদী উপজেলার ০২ জন, বানারীপাড়া উপজেলার ০৩ জন, সদর উপজেলার ০৪ জন, মুলাদী উপজেলার ০২ জন, বাবুগঞ্জ উপজেলার ০১ জন সহ ১৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলায় স্বাস্থ্যবিভাগের ০১ জন স্টাফসহ ১৩ জন, ০১ জন পুলিশ সদস্যসহ উজিরপুর উপজেলায় ০৭ জন, বানারীপাড়া ও মুলাদী প্রত্যেক উপজেলায় ০১ জন করে ০২ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বগুড়া রোড এলাকার ০২ জন, আমির কুটির, চৌমাথা, গণপাড়া, বটতলা, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ০১ জন করে ০৫ জন, বিভিন্ন ব্যাংকে কর্মরত ০২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০২ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০২ জন নার্স, ১ জন স্টাফ, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ০১ জন শিক্ষার্থী, সদর উপজেলাধীন সোমরাজি এলাকার ০১ জন সহ মোট ৩৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৪৫ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৯৬৪ জন, উজিরপুর উপজেলায় ৪৫ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৩১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ২৩ জন, হিজলা উপজেলায় ০৮ জন, বানারীপাড়া উপজেলায় ৩০ জন, মুলাদী উপজেলায় ২২ জন, গৌরনদী উপজেলায় ৪২ জন, আগৈলঝাড়া উপজেলায় ১২ জন করে মোট ১২২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০২ জন নার্স, ১ জন স্টাফ, গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের ০১ জন স্টাফসহ অদ্যাবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১৬১ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host