করোনা উপসর্গে ঝালকাঠির কাউন্সিলরের মৃত্যু

প্রকাশের তারিখ: জুন ২২, ২০২০ | ১১:২৫ অপরাহ্ণ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গে তোফাজ্জেল হোসেন (৭৪) নামে ঝালকাঠি পৌরসভার সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে তার মৃত্যু হয়।

মৃত তোফাজ্জেল হোসেন ঝালকাঠি সদর উপজেলার চাঁদকাঠী এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে। তিনি ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তোফাজ্জেল হোসেন গত ৪/৫ দিন যাবত জ্বর, গলা ব্যথা ও নিউমোনিয়ায় ভুগছিলেন বলে তার স্বজন ও প্রতিবেশীরা জানায়।

বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান জানান, সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয় তোফাজ্জেল হোসেনকে। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তাকে প্রাথমিকভাবে করোনা ওয়ার্ডে আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান জানান, জেলায় রোববার দুপুর পর্যন্ত ১৪৫ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদরে ৫৫ জন, নলছিটি উপজেলায় ৪৫ জন, রাজাপুর উপজেলায় ৩৩ জন এবং কাঠালিয়া উপজেলায় ২০ জন। আক্রান্তদের মধ্যে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ৪৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৬ জন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host