বাকেরগঞ্জে কালভার্ট যেন শুধুই শো-পিচ !

প্রকাশের তারিখ: জুন ২৪, ২০২০ | ১১:৩২ অপরাহ্ণ

বরিশাল বাণী:
বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রাম এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে তুলাতলি নদীবেষ্টিত খাল।এই খাল পারাপারের জন্য স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে কালভার্ট নির্মাণ করা হলেও নেই সংযোগ সড়ক। তাই কালভার্ট থাকলেও দুর্ভোগ আছে চরম।সংযোগ সড়কের অভাবে দুই গ্রামের বাসিন্দা ও স্কুল কলেজ মাদরাসাগামী শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে খাল পার হচ্ছে।
গ্রামবাসীদের অভিযোগ, কালভার্ট নির্মাণের পর তারা কিছুটা আনন্দিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে এই কালভার্ট দুই পাশে সংযোগ সড়কে মাটির কাজ না করায় চলাচল করতে অসুবিধা হওয়ায় কালভার্ট তাদের কপালে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি জনস্বার্থে কালভার্ট এর দুই পার্শ্বের সংযোগ সড়কের মাটির কাজ জরুরী ভিত্তিতে করা হোক।
জানা গেছে ২০১৯ সালের জানুয়ারি মাসে ঠিকাদার ঐ স্থানে কালভার্ট নির্মাণের কাজ পায়।যার নির্মাণ ব্যায় ধরা হয় ৯৮ লক্ষ টাকা।প্রায় একবছর পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সংযোগ সড়কের মাটির কাজ রহস্যজনক কারণে শেষ না করায় কালভার্ট চার পাশে পানি বেষ্টিত হয়ে পড়ে আছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host