স্বরূপকাঠিতে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ

প্রকাশের তারিখ: জুন ২৬, ২০২০ | ১২:১২ পূর্বাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে করোনা কালীন সময়ে সচেতনতা সৃষ্টি ও মাস্ক ব্যবহারে আগ্রহ করতে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫জুন) সাদাকাহ ফাউন্ডেশন (ইউএসএ) ও ছারছীনা দারুসুন্নাত সিদ্দিকীয়া কমপ্লেক্সের উদ্যোগে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা চত্বর, সাবরেজিষ্ট্রি অফিস এলাকা, জগৎপট্টি বন্দর ও জগন্নাথকাঠি বন্দর এলাকায় ১ হাজার ব্যাক্তির মাঝে ওই মাস্ক বিতরণ করা হয়। বিতরণকালে সাদাকাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন স্পটে বসে ওই মাস্ক বিতরণ করেন। এসময় মাস্ক ব্যবহারের প্রযোজনীয়তা জানিয়ে জনসাধারণকে মাস্ক ব্যবহারের আহবান জানিয়ে বক্তব্য রাখেন সমাজ সেবক মো. মহিবুল্লাহ, মো. আলী আজিম বাচ্চু, সাংবাদিক হযরত আলী হিরু, এস আর রাজু, সাদাকাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. মোস্তাকিন বিল্লাহ রাজু, মো. আনিচ, মো. পারভেজ প্রমুখ। এসময় নেছারাবাদ থানার এস আই মো. সেলিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host