“বৈশাখ” — লায়ন মোঃ গনি মিয়া বাবুল

প্রকাশের তারিখ: এপ্রিল ১১, ২০২২ | ১২:৩১ অপরাহ্ণ

বৈশাখ
— লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বৈশাখ মিশে আছে হৃদয়ে অন্তরে
বাঙালির সুখে-দুঃখে চেতনা জুড়ে,
জীর্ণতা ছেড়ে নতুনের কেতন উড়িয়ে
অতীতের পঙ্কিলতাকে ধুয়ে-মুছে,
নতুন বার্তা নিয়ে বৈশাখ আসে
নব নব উদ্দীপনায় মানুষের কাছে।

ঝড় বৃষ্টি দূরন্ত মেঘমালা
পুতুল নাচ সার্কাস নাগরদোলা,
গ্রাম গ্রামান্তরে বৈশাখী মেলা
ধর্মবর্ণের পরিচয় ভুলে একত্রে চলা।

বৈশাখ কৃষ্টি সংস্কৃতি ইতিহাসের পাতা
বাঙালির উৎসাহ প্রেরণা শুভ হালখাতা,
ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনা
গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষে মানুষে একতা।

সংস্কৃতিতে বোনের স্নেহ মায়ের মমতা
ভেদাভেদ ভুলে ধনী গরীবের সমতা,
বৈশাখ বাঙালির কাছে চির সুখের
অতি আপন অমলিন সকল মানুষের।

পরিচিতিঃ


লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host