তজুমদ্দিনে খাবারে নেশা, হাসপাতালে ভর্তি ৩

প্রকাশের তারিখ: এপ্রিল ১১, ২০২২ | ৫:৪১ অপরাহ্ণ

বাণী ডেস্ক ॥
ভোলার তজুমদ্দিনে রাতের আধারে অজ্ঞাতনামা চোরদের নেশা মিশানো খাবার খেয়ে এক পরিবারের তিনজন গুরুতর অচেতন অবস্থায় হাসাপাতালে ভর্তি রয়েছেন।

অচেতন সুত্রে জানা গেছে, উপজেলার লামছি শম্ভুপুর ৭নং ওয়ার্ডের ঘোষ বাড়ির প্রেমানন্দ দে রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে পরিবারের ৩ সদস্যকে নিয়ে খাবার খায়। অজ্ঞাতনামা চোররা রাতে কোন এক সময় খাবারে নেশা মিশিয়ে দেন। পরে খাবার খেয়ে একই পরিবারের তিন সদস্য গুরুতর অচেতন হয়ে পড়েন।

অচেতনরা হলেন, প্রেমানন্দ দে (৫৫), তার স্ত্রী মিনতি রানী দে (৪৫) ও তার ছেলে মিলন চন্দ্র দে (২১)। প্রেমানন্দ দে ও তার স্ত্রী গুরুতর অচেতন হয়ে পড়লে ছেলে মিলনের ডাকচিৎকারের পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ওৎপেতে থাকা অজ্ঞাতনামা চোরেরা ঘরের মালামাল লুট করতে পারেনি। পরে স্থানীয়রা তাদের ৩জনতে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host