চুয়াডাঙ্গার উথলীতে নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে পাখিভ্যানের ধাক্কা, নিহত ১

প্রকাশের তারিখ: এপ্রিল ১৮, ২০২২ | ৯:৫১ অপরাহ্ণ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে দ্রুতগতির পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা মারায় পাখিভ্যানের এক যাত্রী মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৮ই এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উথলী গ্রামের রুপিরচারা বটতলা নামক স্থানের চৌরাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন (৩৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর গ্রামের বিলপাড়ার আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইজিবাইকের ব্যাটারি কেনার জন্য তিনি যশোরের উদ্দেশ্যে সোমবার সকালে বাড়ি থেকে বের হন। বেগমপুর থেকে পাখিভ্যানে করে উথলী বাসস্ট্যান্ডে যাওয়ার সময় অতিদ্রুত গতিতে চলার কারণে উথলী গ্রামের রুপিরচারা বটতলা নামক স্থানে পৌঁছানোর পর পাখিভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা মারেন। এ সময় ফারুক হোসেন মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন এবং আরও কয়েকজন যাত্রী কিছুটা আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ফারুক হোসেন মৃত্যুবরণ করেন। তবে অন্য যাত্রীরা সুস্থ আছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর থানা পুলিশের একটি টিম। বাদ মাগরিব জানাজা শেষে বেগমপুর গ্রামের কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য, উথলী গ্রামের রুপিরচারা বটতলা নামক স্থানটি চার রাস্তার মোড়। যার একটি রাস্তা উথলী বাসস্ট্যান্ড থেকে হিজলগাড়ি এবং অপরটি উথলী মোল্লাবাড়ি থেকে আন্দুলবাড়িয়া অভিমুখে চলে গেছে। কিন্তু ওই স্থানটিতে কোন স্পিড ব্রেকার না থাকায় সবধরনের যানবাহন দ্রুতগতিতে চলার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী মনে করেন, স্পিড ব্রেকার থাকলে উক্ত স্থানে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host