বরিশালে গাঁজাসহ যুবক আটক

প্রকাশের তারিখ: জুন ২৭, ২০২০ | ৮:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নৌবন্দর থেকে গাঁজা সমেত রিফাত সৈয়াল (২৫) নামের এক যুবককে আটক করেছে নৌপুলিশ। শনিবার বিকেলে ওই যুবককে এএসআই আফজাল হোসেন ফাহাদ লঞ্চ টার্মিনাল থেকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ কর্মকর্তা।

নৌ পুলিশ জানায়- যুবক রিফাত গাঁজা বিক্রির উদ্দেশে টার্মিনালে ঘোরাঘুরি করছিল। তার আচরণে সন্দেহ হলে টার্মিনালে ডিউটিরত পুলিশ কর্মকর্তা ফাহাদ তাকের আটক করে শরীরে তল্লাশি করেন। এসময় তার কাছে ২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়।

এএসআই ফাহাদ জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চন্ডিপুর পুরান বাজারের বাসিনদা হাজী শামসুদ্দিন সৈয়ালের ছেলে রিফাত। এই ঘটনায় তার বিরুদ্ধে বরিশাল কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host