গলাচিপায় ঈদ উপলক্ষে প্রশাসনের নিরাপত্তা আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: এপ্রিল ২৮, ২০২২ | ৬:৫৮ অপরাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণ ও সকল পর্যায়ের নিরাপদে ঈদ যাত্রা সকলে
ঘরে ফিরতে পারে এবং কোন প্রকার হয়রানী চাঁদা বাজি সহ সকল ক্ষেত্রে নিরাপত্তা বিধানের লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকল
পর্যায়ের কর্মকর্তা জন প্রতিনিধি পুলিশ ও গণ-মাধ্যমদের নিয়ে এক জরুরী আইন শৃংখলা অনুষ্ঠিত হয়। ২৭ এপ্রিল বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ হলে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার এর সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা থানা অফিসার ইসচার্জ এম আর শওকত আনোয়ার ও উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার । এছাড়াও সভায় বক্তব্য রাখেন , বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন। সভায় গলাচিপা লঞ্চঘাট, খেয়াঘাট পরিবহন ক্ষেত্রের প্রতিনিধি সহ আইন শৃংখলা কমিটির সদস্যসহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ঈদের নামাজ সহ গরুচুরি, মাদক, অগ্রিজাত ডায়রিয়র প্রকোপে বিষয়ে বিসস্তারিত সিদান্ত নেয়া হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host