চরফ্যাসনে চেক প্রতারণায় ওয়ারেন্টের আসামি সানমুন মিজান গ্রেফতার

প্রকাশের তারিখ: এপ্রিল ২৯, ২০২২ | ১:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

: ২০লাখ টাকার চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি চরফ্যাসন পৌরসভা ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোক্তার আহাম্মদ মাতাব্বরের ছেলে সানমুন মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮এপ্রিল) দুপুরে চরফ্যাসন থানা পুলিশ তাকে গ্রেফতার করে চরফ্যাসন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করেন। মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মিজানুর রহমান ন্যাশনাল ব্যাংক চরফ্যাসন শাখার একটি একাউন্টের মাধ্যমে পাওনা টাকা পরিশোধের নিমিত্তে গত ৯-০৮-২১ তারিখে ২০লাখ টাকার একটি চেক প্রদান করলে মামলার বাদি ওসমানগঞ্জ ইউনিয়নের বাসিন্দা রিয়াদ হোসেন খোকন গত ৬-০৯-২১ তারিখে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে তা ব্যাংকের ওই একাউন্টে অপর্যাপ্ত তহবিল মন্তব্যে প্রত্যাক্ষিত হয়। ভূক্তভোগী চরফ্যাসন বাজারের ব্যবসায়ী সারেং ফার্নিচারের মালিক রিয়াদ হোসেন খোকন জানান,গত একবছর পূর্বে বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জমি বিক্রয়ের নামে অভিযুক্ত মিজান আমার কাছ থেকে ২০লাখ টাকা নেয়। জমি না দেয়ায় আমি তার কাছে টাকা চাইলে সে নানান বাহানা করে আসছিলো। পরবর্তীতে সে আমার পাওনা টাকা পরিশোধে ২০লাখ টাকার একটি চেক দেয়। ওই চেকটি নগদায়নের জন্যে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে তার ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ডিজঅনার হয়। চেক ডিজঅনারের পর এন,আই এ্যাক্টের ১৩৮ ধারায় ২১-০৯-২১ ইং তারিখে তাকে নোটিশের মাধ্যমে ৩০দিনের মধ্যে ওই টাকা নগদ পরিশোদ করার জন্য বলা হলেও তিনি পরিশোধ না করায় চেক প্রতারণার মামলা করি। চরফ্যাসন থানার এসআই জাহিদ বলেন, আদালতের গ্রেফতারি ওয়ারেন্টে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host