পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশের তারিখ: এপ্রিল ২৯, ২০২২ | ১১:৫৪ অপরাহ্ণ

বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখি ঝড়ের কারণে এ ঘোষণা দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ঈদে ঘরমুখো হাজার হাজার যাত্রী।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু হবে। এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। ৫টি ঘাটে ২০টি ফেরি চলাচল করছে।

জানা গেছে, দেশের কয়েকটি জেলায় শুক্রবার (২৯ এপ্রিল) রাতে আঘাত হানতে পারে কালবৈশাখি ঝড়। ঢাকা বিভাগের কয়েকটি জেলাসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলার ওপর দিয়ে মধ্য রাতের আগেই বয়ে যেতে পারে কালবৈশাখি।

এদিকে বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, পাবনা, পঞ্চগড়, টাঙ্গাইল ও মানিকগঞ্জে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host