গলাচিপায় তরমুজকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ: মে ২, ২০২২ | ৪:২৬ অপরাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী গলাচিপায় তরমুজকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের  ৩ নম্বর ওয়ার্ডে দক্ষিন আমখোলা গ্রামে। আহত গৃহবধূ হচ্ছে মিরাজ মাদবরের স্ত্রী মোসা. সুখী বেগম (২০)। এলাকাবাসীগৃহবধূ সুখী বেগমকেউদ্ধারকরেউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাসূত্রে জানাযায়গত ২৫ এপ্রিল সোমবারবিকালঅনুমান ৪টার দিকেতরমুজচাওয়াকে কেন্দ্র করেআলাম, হানিফ, হাসান, সালাম, কালাম, বশার, রফিকের সাথে কথাকাটাকাটিরএকপর্যায়েচড়াওহয়েতারাসুখী বেগমসহঅনেককেমারধরকরে। এতেসুখী বেগম গুরুতরআহতহন। এ বিষয়েসুখী বেগমবলেন, আলামসহ ৭/৮ জন লোকএকত্রিতহয়েআমারবাবা মোতালেবআকনের ঘর ভাংচুরকরে। আমাকেসহআমারমা, বোন, স্বামীকেমারধরকরে। আমাদের ডাকচিৎকারেএলাকাবাসীএসেপড়লেমারধরকারীরাপালিয়েযায়। পরেএলাকাবাসীআমাকেউদ্ধারকরেহাসপাতালে ভর্তি করে। হাসপাতালেরকর্তব্যরতচিকিৎসকডা. মেজবাহউদ্দিনবলেন, সুখী বেগমেরহাত ভেংগে গেছে ও শরীরেরবিভিন্নঅংশেফুলাজখমরয়েছে। তিনিআমারচিকিৎসাধীনে ৩য় তলায় ১ নম্বর কেবিনে ভর্তি আছেন। এ বিষয়েআলামেরকাছেজানতেচাইলেতিনিবলেন, তুচ্ছঘটনাকে কেন্দ্র করেমারামারি। এতেআমাদেরওএকজনআহতহয়েছে। আমখোলাইউনিয়নপরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামানঘটনারসত্যতা স্বীকারকরেন। গলাচিপা থানারঅফিসারইনচার্জ(ওসি)এমআরশওকতআনোয়ারইসলামজানান, অভিযোগ পেলেতদন্তকরেআইনানুগব্যবস্থা গ্রহণকরা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host