নাটকের টাইটেল গানে প্রতীক হাসান

প্রকাশের তারিখ: জুন ২৭, ২০২০ | ৯:৩৩ অপরাহ্ণ

এ আল মামুন, বিনোদন প্রতিবেদক: অকাল প্রয়াত জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর বড় ছেলে প্রতীক হাসান। বাবার মতোই সুরেলা মিষ্টি গায়কি তার। এরইমধ্যে বেশ কিছু গান দিয়ে তৈরি করে নিয়েছেন গ্রহণযোগ্যতা। অডিও গানের পাশাপাশি প্রতীক গান করেছেন চলচ্চিত্র ও নাটকে। সাফল্যের পথচলায় এবার তিনি আদিবাসী মিজান পরিচালিত সাত পর্বের ধারাবাহিক ‘মেষরাশি’ ও একক ‘নো চিন্তা ডু ফুর্তি’ নাটকের টাইটেল গানে কন্ঠ দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ক্রাউন মিউজিকের ডিজিটাল ষ্টুডিওতে গান দুটির রেকর্ডিং হয়েছে।

দর্শকপ্রিয় গীতিকার শোয়েব চৌধুরীর কথায় ‘মেষরাশি’ গানের সুর করেছেন রাকিব আহমেদ ও ‘নো চিন্তা ডু ফুর্তি’ নাটকের কথা ও সুর করেছেন শোয়েব চৌধুরী। গান দুটির সঙ্গীত আয়োজন করেছেন রানা আকন্দ। এরইমধ্যে নাটক দুটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। আসছে ঈদে দুটি বেসরকারী চ্যানেলে একঝাঁক তারকা শিল্পী অভিনীত নাটক দুটি প্রচারিত হবে।

নতুন গান প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, ‘দীর্ঘ দিন ধরে ঘরবন্দি। লকডাউনের কারণে নতুন কোন গানে কন্ঠ দেওয়া হয়নি। তবে আসছে ঈদের দুটি নাটকের গানের জন্য প্রস্তাব পাই। গানের কথাগুলো অসম্ভব ভালো লেগেছে। ভালোলাগা থেকে গান দুটি করা। স্বাস্থ্যবিধি মেনে কাজটি হয়েছে। ক্রাউন মিউজিকের ষ্টুডিও পরিস্কার ও পরিছন্ন পরিবেশ। আমার বিশ্বাস দর্শকও গান দুটি পছন্দ করবে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host