ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

প্রকাশের তারিখ: মে ৫, ২০২২ | ৫:১১ অপরাহ্ণ

বাণী ডেস্ক।।
মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছে। বুধবার (০৪ মে) রাত ৮টার দিকে রাজৈর উপজেলার সানেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বুধবার রাতে একটি ভ্যানে চড়ে চার যাত্রী রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী আমির শেখ নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে প্রান্ত দফাদার নামে একজনসহ ২ জন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশ কাজ করছে। এ ঘটনার পর বাসের চালক ও হেলফার পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host