“শেখ হাসিনা সেনানিবাস” রক্ষা প্রকল্প এলাকা পরিদর্শণে প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ: মে ৫, ২০২২ | ৫:১৫ অপরাহ্ণ

বাণী ডেস্ক।।
বরিশালে “শেখ হাসিনা সেনানিবাস” এলাকার নদী ভাঙ্গন প্রবণ স্থানে স্থায়ী নদী তীর সংরক্ষণ কাজসহ ড্রেজিং কাজ বাস্তবায়নে দাখিলকৃত প্রকল্প দ্রুত সময়ে অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বুধবার (০৪ মে) বরিশাল ও পটুয়াখালী জেলার কারখানা, বিঘাই ও পায়রা নদীর ভাঙ্গন হতে শেখ হাসিনা সেনানিবাস এলাকা রক্ষা প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফিরোজসহ সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ ও সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলী এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রকল্পের আওতায় ১১ হাজার ২০০ কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ, ১ হাজার কিলোমিটার ড্রেজিং। যার মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৬৩ কোটি টাকা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host