বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার

প্রকাশের তারিখ: মে ৫, ২০২২ | ৫:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার।।
বরিশালের কীর্তনখোলা ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ বিভিন্ন ধরনের জাল উদ্ধার করেছে নৌ বাহিনী ও কোস্টগার্ড।

জাটকা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (০৫ মে) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত নৌ বাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। তবে এ সময় কোন জেলে আটক করতে পারেনি তারা। উদ্ধারকৃত জাল পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরার উপস্থিতিতি কীর্তনখোলা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।

জাটকা রক্ষায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host