সিরাজগঞ্জে ১০ দিনব্যাপী রিকনস্ট্রাকটিভ অ্যান্ড ল্যাপারস্কোপিক সার্জারি ক্যাম্প শুরু

প্রকাশের তারিখ: মে ৯, ২০২২ | ৬:৪৬ অপরাহ্ণ

সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-

সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সংসদ-সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না’র আয়োজনে ১০দিন ব্যাপী জন্মগত বিকলাঙ্গ, দূর্ঘটনায় বিকৃত, আগুনে পোড়া, এসিডে ঝলসানো রোগীদের বিনামূল্য চিকিৎসা সেবা ও রিকনস্ট্রাকটিভ প্লাাস্টিক ও ল্যাপারস্কোপিক সার্জারি ক্যাম্প শুরু হয়েছে।

এ বিষয়ে রোববার (৮ মে) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হাঙ্গেরির যৌথ উদ্যোগে, হাঙ্গেরির অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গামাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগ, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে।

এসময় অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেন, বিগত প্রায় ১দশক যাবত বাংলাদেশে জন্মগত বিকলাঙ্গ, দৃর্ঘটনায় বিকৃত, আগুনে পোড়া, এসিডে ঝলসানো বিশেষায়িত রোগিদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে হাঙ্গেরির অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত প্রায় ৬০০ রোগীর সার্জারি সম্পন্ন করেছেন এই চিকিৎসকরা। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় বাংলাদেশের জোরা মাথার জমজ শিশু রাবেয়া রুকাইয়া পৃথকীকরণ সফলভাবে সম্পন্ন করেছে এই টিম। আমি আশাকরি ভবিষ্যতেও তাদের এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

হাঙ্গেরির অ্যাকশন ফর ডিপেন্সলেস পিপল ফাউন্ডেশনের টিম লিডার ডা. গ্রেগ পাটাকি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের প্রথম দিকের স্বীকৃতি প্রদানকারী দেশ হাঙ্গেরি। মহান মুক্তিযুদ্ধের সময় ফিল্ড হাসপাতাল স্থাপন করে আহত মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের চিকিৎসাসেবা প্রদান করেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়াতে হাঙ্গেরির অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত জন্মগত বিকলাঙ্গ, দুর্ঘটনায় বিকৃত, আগুনে পোড়া, এসিডে ঝলসানো রোগিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্লাস্টিক সার্জারি কার্যক্রম বাংলাদেশ- হাঙ্গেরির কূটনৈতিক সর্ম্পককে অনন্যমাত্রা দান করবে।

সংবাদ সম্মেলন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাঙ্গেরি বিশেষজ্ঞ চিকিৎসক টিমের, ডাঃ জারজেলি জোল্টান পাটাকি, ডাঃ ক্রিসটিনা বারানয়াই, ডাঃ নোরা পিটারফি, ডাঃ ক্যাটালিন সেজেনোহরাডস্কি, ডাঃ এরসেবেট এজার, ডঃ আত্তিলা ফেকেটে, ডঃ পিটার ভেনকোসো, ডঃ ড্যানিয়েল মাকসা, এমএস-সুজাসনারি স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি শারতি মিল্লাত সিআইপি, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেলের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মো.সাইফুল ইসলাম, শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.আমিরুল ইসলাম হোসেন চৌধুরী, পরিচালক সাইফুল ফেরদৌস মো.খায়রুল আতাতুর্ক, প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল, সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. রামপদ রায়, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা.জাহিদুল ইসলাম হীরা, সিরাজগঞ্জ বিএম সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.জহুরুল হক রাজা, সিরাজগঞ্জ স্বাচিপের সভাপতি ডা ওয়ালিউল ইসলামসহ সিরাজগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host