বৈরী আবহাওয়ার কারণে বরিশালে ‘জয় বাংলা উৎসব’ স্থগিত

প্রকাশের তারিখ: মে ১১, ২০২২ | ১২:১৩ পূর্বাহ্ণ

বরিশালে আগামী ১২ মে অনুষ্ঠিতব্য ‘জয় বাংলা উৎসব’ স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে এই উৎসব স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার বিকালে বরিশাল চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় আগামী ১২ মে সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই উৎসবের আয়োজন করেছিলো বরিশাল চেম্বার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটি কণ্ঠের প্রেরণাদীপ্ত শ্লোগান ‘জয়বাংলা’কে সরকার জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা করায় এই উৎসবের আয়োজন করেছিল বরিশাল চেম্বার। কিন্তু গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে। এ কারণে জনস্বার্থে ১২ মে বরিশালে আয়োজিত ‘জয় বাংলা উৎসব’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পরবর্তী নির্ধারিত তারিখ সকলকে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন বরিশাল চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host