ফাইনালে ওঠা হলো না রুমানার

প্রকাশের তারিখ: মে ১৫, ২০২২ | ৭:২৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক।।
কী দুর্দান্ত পারফর্ম করলেন রুমানা আহমেদ। দুর্ভাগ্য! দুবাইয়ে ফেয়ারব্রেক টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েও দলকে জেতাতে পারলেন না বাংলাদেশের এই নারী ক্রিকেটার।

রুমানার দল বার্মি আর্মিকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেছে টর্নেডোজ উইমেন। রোববার (১৫ মে) তারা শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার জাহানারা আলমের দল ফ্যালকন উইমেনের।

শনিবার রাতে দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে রুমানার দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৪১ রানের সংগ্রহ দাঁড় করায় বার্মি আর্মি। সাত নম্বরে নেমে ১৫ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৫ রানের ঝড়ো এক ইনিংস খেলেন রুমানা।

জবাবে ইনিংসের ২ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টর্নেডোজ। দুই ওপেনার সোফি ডিভাইন (২৬ বলে ৩৭) আর আর স্টেরে ক্যালিসই (৪১ বলে ৩৪) গড়ে দেন জয়ের ভিত।

বোলিংয়েও দলের সেরা পারফরমার ছিলেন রুমানা। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন বাংলাদেশি এই স্পিনার। ফলে দল হারলেও ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে তারই হাতে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host