চুয়াডাঙ্গায় ভুয়া চিকিৎসককে দেড় লক্ষ টাকা জরিমানা

প্রকাশের তারিখ: মে ১৫, ২০২২ | ৯:৫৫ অপরাহ্ণ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে অভিযান পরিচালনা করে বি এন রয় মেডিকেল অ্যান্ড ডেন্টাল প্রাকটিস সেন্টারের চিকিৎসক লিনটন রয়কে মোবাইল কোর্টের মাধ্যমে দেড় লক্ষ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার (১৫ই মে) বিকালে এই অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এছাড়া গত রবিবার (৮ই মে) দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের রেলবাজারের জাম্মি ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে ডেন্টাল ক্লিনিকের মালিক চিকিৎসক পরিচয়দানকারী আহমদ জামিল মুজহারী ওরফে জাম্মিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। 

সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, বিডিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও শুধুমাত্র লোকাল মেডিকেল অ্যাসিস্টেন্ট সার্টিফিকেটধারী লিনটন রয় ডাক্তার ও ডেন্টিস্ট পদবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। এমনকি তার কোন ডিপ্লোমা ডিগ্রিও নেই। এমন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে ডিঙ্গেদহে বি এন রয় মেডিকেল অ্যান্ড ডেন্টাল সেন্টারে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির চিকিৎসক লিনটন রয়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দেড় লক্ষ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। সকল তথ্য এবং যাবতীয় সহায়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host