বরগুনার আমতলীতে পশু জবাইখানায় মোবাইল কোর্টে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ: মে ১৮, ২০২২ | ২:১৪ অপরাহ্ণ

হারুন অর রশিদ. আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বুধবার সকাল ৭টায় পৌর শহরের মাংশ বাজারগুলোতে রাস্তায় পশু জবাই করা, সংক্রামক রোগ মুক্তির সনদ না থাকা ও মূল্য তালিকা প্রদর্শণ না করার অপরাধে মোবাইল কোর্ট পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ অনুযায়ী ৫ জন ব্যাবসায়ীকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম এর সাথে সহায়তা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হক ও পৌর স্যানিটারী কর্মকর্তা মোঃ কবির হোসেন ও আমতলী থানা পুলিশ।
বাঁধঘাট বাজারে শাহাজান দুয়ারী ও জাকির আকনকে ৪০ হাজার, বটতলা বাজারে শাজাহান মৃধা ২০ হাজার ও একে স্কুল বাজারে আঃ রহমানকে ২০ হাজার ও আঃ জলিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host