বরগুনার আমতলীতে ৬ মামলার আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ: মে ২২, ২০২২ | ৮:১৬ অপরাহ্ণ

হারুন অর রশিদ. আমতলী (বরগুনা)প্রতিনিধি.
বরগুনার আমতলীর সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রাম থেকে চুরি ডাকাতিসহ একাধিক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ও ১টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ।

রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলীর সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের আজিজ গাজীর ছেলে আবুল কাশেম মিলন গাজীকে (৩৮) রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমানের নির্দেশে এসআই শুভ বাড়ৈই এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। মিলনের বিরুদ্ধে আমতলী থানায় চুরি ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে। ৬টি মামলাতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ১টি মামলায় সে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান জানান, মিলনের বিরুদ্ধে আমতলী থানায় ৬টি মামলা রয়েছে। ১টি মামলায় সে ১ বছরের সাজাপ্রাপ্ত। অন্য সকল মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host