পুলিশ পরিচয়ে নারীকে তল্লাশির চেষ্টা, ২ যুবক আটক

প্রকাশের তারিখ: মে ২৯, ২০২২ | ১১:৫৪ অপরাহ্ণ

রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয়ে নারীদের কাছে মাদক তল্লাশি করার সময় ধরা পড়েছে দুই যুবক। স্থানীয় জনতা তাদের আটক করে বোয়ালিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।

রবিবার দুপুরে মহানগরীর হাদীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। রাতে বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে।

আটককৃতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার খোরগবিন্দপুর গ্রামের সোহান (২৫) এবং মহানগরীর সিপাইপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে সেলিম (২৪)।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকালে চারঘাটের টাঙ্গন থেকে দুই নারী রিক্সায় ডাক্তার দেখাতে রাজশাহী শহরে আসছিলেন। পথে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পাশে ঢাকা-রাজশাহী মহাসড়কে সেলিম ও সোহান ওই রিকশার গতিরোধ করে তল্লাশি করতে চান। দুই নারীর কাছে মাদক আছে বলে তারা (সেলিম ও সোহান) অভিযোগ করেন। এ সময় ওই দুই নারী তাদের স্বজনদের ফোন করলে সোহান ও সেলিম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয়রা তাদের ধাওয়া করে হাদীর মোড় এলাকায় ধরে ফেলেন। এসময় তারা পুলিশের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয়রা বোয়ালিয়া থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host