২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নূরের

প্রকাশের তারিখ: জুন ২, ২০২২ | ১০:১৮ অপরাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
সিলেটের সুনামগঞ্জ রোহিঙ্গার চর নদীতে নিখোঁজ নূর হোসেনের (৩০) সন্ধান মেলেনি ২৪ ঘণ্টায়। এর আগে বুধবার বিকাল ৪টার দিকে ঢাকা থেকে বালুভর্তি জাহাজ নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে নদীতে পড়ে নিখোঁজ হন নূর হোসেন। নূর পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত ছালাম গাজীর ছেলে। নূরের পরিবার জানায়, নূর হোসেন বালুর জাহাজে কাজ করতেন। বুধবার বিকাল ৪টার দিকে ঢাকা থেকে বালুভর্তি জাহাজ নিয়ে যাওয়ার সময় সিলেটের সুনামগঞ্জের রোহিঙ্গার চর নদীতে বিদ্যুতের তারে জড়িয়ে নদীতে পড়ে নিখোঁজ হন।
এ বিষয়ে বালুর জাহাজচালক খায়রুল ইসলাম বলেন, নদীতে পড়ে যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পরেও নূর হোসেনকে না পেয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে নূর হোসেনকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host