বরিশালে আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ আলোচনা ও কর্মসূচি প্রণয়ন শীর্ষক কর্মশালা

প্রকাশের তারিখ: জুন ৬, ২০২২ | ২:২৩ অপরাহ্ণ

বরিশালে আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ আলোচনা ও কর্মসূচি প্রণয়ন শীর্ষক দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলার রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষনা ইন্সটিটিউটের আয়োজনে নিজস্ব হলরুমে এই কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

বিশেষ অতিথি ছিলেন তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. আব্দুল লতিফ আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত এবং ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার খাঁ।

কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক পরিচালক ড. গৌরপদ দাস এবং ভাসমান কৃষি প্রকল্পের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার সহ অন্যান্যরা।

দুই দিনব্যাপী কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং কৃষকসহ ৭০ জন অংশগ্রহণ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host