সাংবাদিক আবুজাফর প্রদীপ কে হত্যা, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের নিন্দা-ক্ষোভ, ঘাতকদের দ্রুত গ্রেফতারের দাবি:

প্রকাশের তারিখ: জুন ৬, ২০২২ | ৪:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৮) এক সংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই সন্তানের জনক ছিলেন। রোববার মধ্যরাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত প্রদীপ পেশায় দলিল লেখক ও গণকণ্ঠ নামে একটি পত্রিকায় কলাপাড়া উপজেলা প্রতিনিধি, দৈনিক পটুয়াখালী পএিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করতেন তাছাড়া তিনি বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ’র সদস্য এবং একজন মানবাধিকার কর্মী। প্রদীপ রজপাড়া গ্রামের মৃত খালেক পাহোলানের ছেলে। তার প্রমি আক্তার (১২) এবং আলবি (৩) নামে দুটি সন্তান রয়েছে। নিহতের স্ত্রী জিনিয়া আক্তার জানান, পারিবারিক বিরোধ নিয়ে প্রদীপের সঙ্গে ভাইয়ের বিরোধ ছিল। এ নিয়ে কয়েকদিন ধরেই তাদের মধ্যে উত্তেজনা চলছিল। এছাড়া ইটভাটার ব্যবসা নিয়েও প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এ কারণে তাকে হত্যার করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, প্রদীপের পেটে ও হাতে ধারালো অস্ত্রের কোপের ক্ষতচিহ্ন রয়েছে। রাত দেড়টার পর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন। তারা মরদেহ উদ্ধার করে সোমবার সকালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে এ জঘন্যতম হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে বরিশাল বিভাগের সাংবাদিক পরিষদের সভাপতিকে কে এম শামছুদ্দোহা, সাধারণ সম্পাদক এ কে আজাদ সহ বিবিএসপি’র সকল নেতৃবৃন্দ। তাছাড়া বিবিএসপি নেতৃবৃন্দ এ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host